আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?
আসা করি ভালো আছেন।আজকে আপনাদের মাঝে একটি গুরুত্ত পুর্ন জিনিস নিয়ে আলচোনা করব।
আমরা সকলেই জানি যে এখন ইন্টারনেট এর যুগ এবং আখানে রয়েছে অনেক অনেক পপুলার সাইট।
------------------------- বিশ্বে সবথেকে বেশি ভিজিট করা হয়, এমন ওয়েবসাইটগুলোর ফেসবুক অন্যতম।
আর বিশাল এই ওয়েবসাইট সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজন পড়ে বিপুল কর্মী বাহিনীর।
শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই নয়, কর্মক্ষেত্র হিসেবেও তরুণদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য ফেসবুক। আর এর অন্যতম কারণ হলো এখানকার উচ্চ বেতন ভাতা।
এখন স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে ফেসবুকে কর্মরতদের বেতন ভাতা কেমন। এই প্রশ্নের উত্তর খুঁজতে ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট গ্লাসডোর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেসুকের কর্মীদের বেতন ভাতার একটি তালিকা তৈরি করেছে বিজনেস ইনসাইডার।
চলুন তাহলে, দেখে নেওয়া যাক ফেসবুক কর্মীদের বেতন ভাতার পরিমাণ:
১. সফটওয়্যার ইঞ্জিনিয়ার থ্রি: ১১৩,৮৩০ ডলার
২. অ্যাপ্লিকেশন অপারেশনস ইঞ্জিনিয়ার: ১১৪,১৯৭ ডলার
৩. পার্টনার ইঞ্জিনিয়ার: ১১৬,৮৬২ ডলার
৪. ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ার: ১২০,৯৮৭ ডলার
৫. সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১২৫,৫১৫ ডলার
.
ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন ।।
আসা করি ভালো আছেন।আজকে আপনাদের মাঝে একটি গুরুত্ত পুর্ন জিনিস নিয়ে আলচোনা করব।
আমরা সকলেই জানি যে এখন ইন্টারনেট এর যুগ এবং আখানে রয়েছে অনেক অনেক পপুলার সাইট।
------------------------- বিশ্বে সবথেকে বেশি ভিজিট করা হয়, এমন ওয়েবসাইটগুলোর ফেসবুক অন্যতম।
আর বিশাল এই ওয়েবসাইট সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজন পড়ে বিপুল কর্মী বাহিনীর।
শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই নয়, কর্মক্ষেত্র হিসেবেও তরুণদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য ফেসবুক। আর এর অন্যতম কারণ হলো এখানকার উচ্চ বেতন ভাতা।
এখন স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে ফেসবুকে কর্মরতদের বেতন ভাতা কেমন। এই প্রশ্নের উত্তর খুঁজতে ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট গ্লাসডোর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেসুকের কর্মীদের বেতন ভাতার একটি তালিকা তৈরি করেছে বিজনেস ইনসাইডার।
চলুন তাহলে, দেখে নেওয়া যাক ফেসবুক কর্মীদের বেতন ভাতার পরিমাণ:
১. সফটওয়্যার ইঞ্জিনিয়ার থ্রি: ১১৩,৮৩০ ডলার
২. অ্যাপ্লিকেশন অপারেশনস ইঞ্জিনিয়ার: ১১৪,১৯৭ ডলার
৩. পার্টনার ইঞ্জিনিয়ার: ১১৬,৮৬২ ডলার
৪. ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ার: ১২০,৯৮৭ ডলার
৫. সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১২৫,৫১৫ ডলার
.
ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন ।।
Comments
Post a Comment