বিসমিল্লাহির রাহমানির রাহিম
টাইম ম্যাগাজিনে ১টা আর্টিকেল ছাপা হয়েছিল, সাল টা ছিল ১৯৭৯ সনের ১৬ এপ্রিল । এটা লিখেছিল এক খ্রিষ্টান । “ইসলাম ধর্মের বিরুদ্ধে গত ১৫০ বছরে ৬০,০০০ বেশি বই লেখা হয়েছে ১৮০০-১৯৫০ সাল পর্যন্ত । যিদি হিসাব করেন তাহলে গড়ে ১ টা বই ছাপা হয়েছে প্রতিদিন ।
প্রতিদিন ১টা করে বই ছাপানো হয়েছে ইসলামের বিরুদ্ধে । আর ৯/১১ পরে এই প্রবণতা আরও বেড়ে গেছে , ইসলামের বিরুদ্ধে এখন অনেক বই ছাপানো হচ্ছে ।
আর আমরা মুসলমান কি করছি, খ্রিষ্টান মিশনারিরা তারা তাদের ধর্মকে ছড়াচ্ছে, তাদের দায়িত্ব পালন করছে । তারা বিভিন্ন লিফলেট ছাপাচ্ছে ।
মুসলিমরা বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলিমরা অনেক ধর্মভীরু । তারা আরবিতে কোন লেখা দেখলে মনে করে এটা কুরআনের আয়াত । আর খ্রিষ্টান এই জিনিসটা কে কাজে লাগাচ্ছে, তারা আরবিতে বাইবেলের বিভিন্ন অনুচ্ছেদ মুসলিমদের হাতে তুলে দিচ্ছে ।
বাইবেল এর বিভিন্ন অনুচ্ছেদের আগে বিসমিল্লাহ লিখে মুসলিমদের দিচ্ছে । আর আমরা নির্বোধ মুসলমানরা সেটাকে আল কুরআন এর আয়াত ভেবে চুমু খেয়ে পকেটে রেখে দিচ্ছি আর প্রতারিত হচ্ছি ।
বিশেষ দ্রষ্টব্যঃ কিছু দিন আগে খবর পেলাম , দিনাজগঞ্জ, বগুরার অনেক গ্রামের মানুষ আস্তে আস্তে খ্রিষ্টান হয়ে যাচ্ছে । তবে তারা তাদের খ্রিষ্টান দাবী করে না । তারা বলে আমরা মুসলিম । যদি প্রশ্ন করা হয় – “আপনি কোন ধরনের মুসলিম? হানাফি, সাফি নাকি ওহাবি?”
তারা বলে - আমরা ঈসায়ী মুসলিম ।
ঈসায়ী মুসলিম? এটা আবার কি?
উত্তরে তারা বলে – আপনি যদি আবু হানিফা (রহ) অনুসরন করে হানাফি মুসলিম হতে পারেন , তাহলে আমরা ঈসা (আ) অনুসরণ অরে কেন ঈসায়ী মুসলিম হতে পরবো না ।
এই কথার উত্তর আমার জানা নেই, আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন । আর সবার কাছে অনুরোধ ভাই প্রাকটিকাল মুসলিম হন, আর কতদিন নামে মুসল্মান থাকবেন । নিজের ভিতরের জাতীয়বোধটাকে জাগান ।
মুসলিমদের বিরুদ্ধে যদি ইহুদী- খ্রিষ্টান রা এক হতে পারে তাহলে আমরা মুসল্মান রা কেন এক হতে পারব না । আল্লাহ আমাদের হেদায়েত দান করুক ।
Comments
Post a Comment