আমরা মানুষরা, সৃষ্টি
জগতের অন্যরকম সৃষ্টি। যার কিনা রয়েছে জীবন ধারনের নানা বিদ উপকরন। এই উপকরনের
মধ্যে কিছু রয়েছে অতীব প্রয়োজনীয়,যাকে আমরা মৌলিক অধিকার বলি আর কিছু রয়েছে উপভোগ
যোগ্য উপকরন। জীবনে এমন কিছু উপকরণ আছে যেগুলো জীবনে অনেক অর্থ বহন করে। জীবনে আসলেই
কিছু বিষয় রয়েছে, যার গুরুত্ব জীবনে অসীম।
১। টাকা – দুনিয়াতে এমন
লোক পাওয়া যাবে না, যার টাকার প্রয়োজন
নাই। আমাদের ভাষায় একটা কথা বলা হয়ে থাকে যে, অর্থই অনর্থের মূল। মানে টাকা ছাড়া
কিছু না কিছু অনর্থ ঘটবেই। মানবজীবনের সকল সমস্যার মূল উৎস হল টাকা। কথায় বলে টাকা
হলে নাকি বাঘের চোখ কিনতে পাওয়া যায়। তো আমরা প্রাত্যহিক জীবন থেকে এটা বুঝতে
পারি, টাকা মানব জীবনে কতটা গুরুত্ব বহন করে। যার টাকা আছে, তার সবই আছে।
২।সুখ – সুখ জিনিসটা
অনেকটা টাকার মত। তবে টাকা যেমন উপার্জন করা যায়, সুখ তেমন না। জীবনে সবাই সুখী
হতে, আসলে আমাদের অর্থ উপার্জনেরও মূল উদ্দেশ্য হল জীবনে সুখ উপলব্ধি করা। যদিও
টাকা থাকলে জীবনে অনেকাংশে সুখী হওয়া যায়, তবুও টাকা দিয়েও সুখ কিনা যায় না। মাঝে
মাঝে সুখ কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে। আবার এক এক জনের কাছে সুখ এক এক রকম। একজন
সুখী মানুষ হল জীবনের সবচেয়ে বড় সার্থক মানুষ । আমাদের সকল কাজের মূল কারন হল সুখ।
সুখ ছাড়া মানব জীবন মূল্যহীন। সুখ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
৩। পরিবার- পরিবার মানব
জীবনের গুরুত্বপূর্ন বিষয়। যার যার পরিবার তার তার কাছে গুরুত্বপুর্ণ। একটা ছেলের
ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত পরিবারের
ভূমিকা অসীম। যেকোন জিনিসের একটা মূল থাকে, মানবজীবনের মূল হল পরিবার। পরিবার হল
মানুষের শেষ আশ্রয়স্থল। ছোট্ট পাখিটাকে বড় বট গাছ টা যেমন আজীবন আশ্রয় দিয়ে থাকে,
মানুষও তার পরিবারের কাছ থেকে তেমন আশ্রয় পেয়ে থাকে।
৪। ভালবাসা- জীবনের কিছু
বিষয় আছে যেগুলো জীবনকে আরো উপভোগ্য করে তোলে। ভালবাসা ছাড়া জীবন মরুভূমির মত। হোক
সেই ভালবাসা পরিবারের ভালবাসা, মা-বাবার ভালবাসা, ভাই-বোনের ভালবাসা, বন্ধুদের
ভালবাসা, নিজ স্ত্রী/স্বামীর ভালবাসা। ভালবাসা ছাড়া জীবন ভালভাবে চলতে পারে না। এর
গুরুত্ব অনেক মানব জীবনে।
৫। জ্ঞান – জ্ঞানহীন জীবন
পশুর মত। একটা পশুর সাথে আমাদের মানুষের পার্থক্য হল, পশুর জ্ঞান নাই আমাদের আছে।
পশুর জ্ঞানের প্রয়োজন নাই, মানুষের আছে। জ্ঞান ছাড়া মানবজীবন ভালভাবে চলতে পারে
না।
Comments
Post a Comment