Skip to main content

জিবনের ৫টি গুরুতবপূর্ণ বিষয়



আমরা মানুষরা, সৃষ্টি জগতের অন্যরকম সৃষ্টি। যার কিনা রয়েছে জীবন ধারনের নানা বিদ উপকরন। এই উপকরনের মধ্যে কিছু রয়েছে অতীব প্রয়োজনীয়,যাকে আমরা মৌলিক অধিকার বলি আর কিছু রয়েছে উপভোগ যোগ্য উপকরন। জীবনে এমন কিছু উপকরণ আছে যেগুলো জীবনে অনেক অর্থ বহন করে। জীবনে আসলেই কিছু বিষয় রয়েছে, যার গুরুত্ব জীবনে অসীম।

আজকে আমাদের প্রবন্ধের বিষয়- জীবনের ৫টি গুরুত্বপূর্ন বিষয়। এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয় আসলে কি কি?

১। টাকা – দুনিয়াতে এমন লোক পাওয়া যাবে না, যার টাকার  প্রয়োজন নাই। আমাদের ভাষায় একটা কথা বলা হয়ে থাকে যে, অর্থই অনর্থের মূল। মানে টাকা ছাড়া কিছু না কিছু অনর্থ ঘটবেই। মানবজীবনের সকল সমস্যার মূল উৎস হল টাকা। কথায় বলে টাকা হলে নাকি বাঘের চোখ কিনতে পাওয়া যায়। তো আমরা প্রাত্যহিক জীবন থেকে এটা বুঝতে পারি, টাকা মানব জীবনে কতটা গুরুত্ব বহন করে। যার টাকা আছে, তার সবই আছে।  

২।সুখ – সুখ জিনিসটা অনেকটা টাকার মত। তবে টাকা যেমন উপার্জন করা যায়, সুখ তেমন না। জীবনে সবাই সুখী হতে, আসলে আমাদের অর্থ উপার্জনেরও মূল উদ্দেশ্য হল জীবনে সুখ উপলব্ধি করা। যদিও টাকা থাকলে জীবনে অনেকাংশে সুখী হওয়া যায়, তবুও টাকা দিয়েও সুখ কিনা যায় না। মাঝে মাঝে সুখ কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে। আবার এক এক জনের কাছে সুখ এক এক রকম। একজন সুখী মানুষ হল জীবনের সবচেয়ে বড় সার্থক মানুষ । আমাদের সকল কাজের মূল কারন হল সুখ। সুখ ছাড়া মানব জীবন মূল্যহীন। সুখ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 

৩। পরিবার- পরিবার মানব জীবনের গুরুত্বপূর্ন বিষয়। যার যার পরিবার তার তার কাছে গুরুত্বপুর্ণ। একটা ছেলের ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত  পরিবারের ভূমিকা অসীম। যেকোন জিনিসের একটা মূল থাকে, মানবজীবনের মূল হল পরিবার। পরিবার হল মানুষের শেষ আশ্রয়স্থল। ছোট্ট পাখিটাকে বড় বট গাছ টা যেমন আজীবন আশ্রয় দিয়ে থাকে, মানুষও তার পরিবারের কাছ থেকে তেমন আশ্রয় পেয়ে থাকে। 

৪। ভালবাসা- জীবনের কিছু বিষয় আছে যেগুলো জীবনকে আরো উপভোগ্য করে তোলে। ভালবাসা ছাড়া জীবন মরুভূমির মত। হোক সেই ভালবাসা পরিবারের ভালবাসা, মা-বাবার ভালবাসা, ভাই-বোনের ভালবাসা, বন্ধুদের ভালবাসা, নিজ স্ত্রী/স্বামীর ভালবাসা। ভালবাসা ছাড়া জীবন ভালভাবে চলতে পারে না। এর গুরুত্ব অনেক মানব জীবনে।

৫। জ্ঞান – জ্ঞানহীন জীবন পশুর মত। একটা পশুর সাথে আমাদের মানুষের পার্থক্য হল, পশুর জ্ঞান নাই আমাদের আছে। পশুর জ্ঞানের প্রয়োজন নাই, মানুষের আছে। জ্ঞান ছাড়া মানবজীবন ভালভাবে চলতে পারে না।

Comments

Popular posts from this blog

জয়া আহসানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে

বাংলাদেশের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে বলে দাবী করছে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার। এক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, জয়াকে বাংলাদেশের সানি লিওনি বলে অভিহীত করা হয়েছে এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এমনকি ‘গেরিলা’ অভিনেত্রীকে খুনের হুমকি দেয়া হয়েছে বলেও ছেপেছে এই দৈনিকটি।

সহজেই ধরে ফেলুন ফিশিং সাইট । Catch the fishing site

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি দরকারি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। নিচে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এর সাহায্যে আপনি সহজেই যেকোন ফিশিং সাইট সনাক্ত করতে পারবেন। সাইটটি আপনাকে বলে দিবে কোন সাইট আপনার জন্য নিরাপদ। তাই আজ থেকে আর চিন্তা নেই, যেকোন সাইটে ব্রাউজ করুন নিশ্চিন্তে।

ভন্ড চরমোনাই পীরের আসল চেহারা(দলিল প্রমাণ সহ)

লেখাটি pdf আকারে ডাউনলোড করুনঃ সকল প্রসংশা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার জন্য, দুরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর। আজ এখানে আলোচনা করবো বাংলাদেশ এর একজন পীর সম্পর্কে, তিনি হলেন চরমনাই পীর সাহেব, তার অনেক ভক্ত ও অনুসারী রয়েছে, তাই তার আসল চেহারাটা মুসলিমদের সামনে স্পষ্ট করে তুলে ধরছি, চরমনাই পীর কী মুসলিম ?