Skip to main content

What is the meaning of dream? || স্বপ্ন নিয়ে কিছু মজার তথ্য

Dream picture photo
জীবনে স্বপ্ন দেখতে চায় না বা পারে না এমন লোক খুব কমই আছে।
স্বপ্ন নিয়েই আমাদের জীবন । আবার অনেক জনের জীবন স্বপ্নের মাধ্যমে নিয়ন্ত্রিত।

আসলে এই স্বপ্নের মানে কি?

যদি বইয়ের ভাষায় বলি তাহলে স্বপ্নের মানে দাঁড়ায়, "স্বপ্ন ঘুমের একটা অংশ যেখানে মানুষ তার কল্পনা, আবেগ এবং অনুভুতিকে কাজে লাগিয়ে কিছু ছবি দেখে"।

স্বপ্ন নিয়ে কিছু মজার তথ্যঃ



=>ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পর স্বপ্নের অর্ধেক স্মৃতি লোপ পায়। দশ মিনিট পর স্বপ্নের ৯০ ভাগ লোপ পায়। স্বপ্ন লিখে রাখুন যদি আপনি মনে রাখতে চান।

=>কিছু লোক (প্রায় ১২ ভাগ) সাদা কালো স্বপ্ন দেখে যখন অন্যরা (বাকি ৮৮ ভাগ) রঙিন স্বপ্ন দেখে।


=>একজন নরমাল মানুষ এক বছরে ১৪৬০টিরও বেশি স্বপ্ন দেখেন!!

=>জাপানের গবেষকরা আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যা মনের চিন্তাভাবনার চিত্র দেখতে এমনকি স্বপ্নকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে সক্ষম।

=>স্বপ্ন চলতে থাকার সময় যদি আপনি জেগে যান তবে আপনি সারা রাত ঘুমালে স্বপ্ন যেটুকু মনে রাখতে পারতেন তা অপেক্ষা বেশি মনে রাখতে পারবেন।

=>কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না!!

Comments

Popular posts from this blog

জয়া আহসানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে

বাংলাদেশের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে বলে দাবী করছে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার। এক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, জয়াকে বাংলাদেশের সানি লিওনি বলে অভিহীত করা হয়েছে এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এমনকি ‘গেরিলা’ অভিনেত্রীকে খুনের হুমকি দেয়া হয়েছে বলেও ছেপেছে এই দৈনিকটি।

সহজেই ধরে ফেলুন ফিশিং সাইট । Catch the fishing site

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি দরকারি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। নিচে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এর সাহায্যে আপনি সহজেই যেকোন ফিশিং সাইট সনাক্ত করতে পারবেন। সাইটটি আপনাকে বলে দিবে কোন সাইট আপনার জন্য নিরাপদ। তাই আজ থেকে আর চিন্তা নেই, যেকোন সাইটে ব্রাউজ করুন নিশ্চিন্তে।

ভন্ড চরমোনাই পীরের আসল চেহারা(দলিল প্রমাণ সহ)

লেখাটি pdf আকারে ডাউনলোড করুনঃ সকল প্রসংশা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার জন্য, দুরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর। আজ এখানে আলোচনা করবো বাংলাদেশ এর একজন পীর সম্পর্কে, তিনি হলেন চরমনাই পীর সাহেব, তার অনেক ভক্ত ও অনুসারী রয়েছে, তাই তার আসল চেহারাটা মুসলিমদের সামনে স্পষ্ট করে তুলে ধরছি, চরমনাই পীর কী মুসলিম ?