জীবনে স্বপ্ন দেখতে চায় না বা পারে না এমন লোক খুব কমই আছে।
স্বপ্ন নিয়েই আমাদের জীবন । আবার অনেক জনের জীবন স্বপ্নের মাধ্যমে নিয়ন্ত্রিত।
আসলে এই স্বপ্নের মানে কি?
যদি বইয়ের ভাষায় বলি তাহলে স্বপ্নের মানে দাঁড়ায়, "স্বপ্ন ঘুমের একটা অংশ যেখানে মানুষ তার কল্পনা, আবেগ এবং অনুভুতিকে কাজে লাগিয়ে কিছু ছবি দেখে"।
স্বপ্ন নিয়ে কিছু মজার তথ্যঃ
=>ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পর স্বপ্নের অর্ধেক স্মৃতি লোপ পায়। দশ মিনিট পর স্বপ্নের ৯০ ভাগ লোপ পায়। স্বপ্ন লিখে রাখুন যদি আপনি মনে রাখতে চান।
=>কিছু লোক (প্রায় ১২ ভাগ) সাদা কালো স্বপ্ন দেখে যখন অন্যরা (বাকি ৮৮ ভাগ) রঙিন স্বপ্ন দেখে।
=>একজন নরমাল মানুষ এক বছরে ১৪৬০টিরও বেশি স্বপ্ন দেখেন!!
=>জাপানের গবেষকরা আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যা মনের চিন্তাভাবনার চিত্র দেখতে এমনকি স্বপ্নকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে সক্ষম।
=>স্বপ্ন চলতে থাকার সময় যদি আপনি জেগে যান তবে আপনি সারা রাত ঘুমালে স্বপ্ন যেটুকু মনে রাখতে পারতেন তা অপেক্ষা বেশি মনে রাখতে পারবেন।
=>কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না!!
স্বপ্ন নিয়েই আমাদের জীবন । আবার অনেক জনের জীবন স্বপ্নের মাধ্যমে নিয়ন্ত্রিত।
আসলে এই স্বপ্নের মানে কি?
যদি বইয়ের ভাষায় বলি তাহলে স্বপ্নের মানে দাঁড়ায়, "স্বপ্ন ঘুমের একটা অংশ যেখানে মানুষ তার কল্পনা, আবেগ এবং অনুভুতিকে কাজে লাগিয়ে কিছু ছবি দেখে"।
স্বপ্ন নিয়ে কিছু মজার তথ্যঃ
=>ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পর স্বপ্নের অর্ধেক স্মৃতি লোপ পায়। দশ মিনিট পর স্বপ্নের ৯০ ভাগ লোপ পায়। স্বপ্ন লিখে রাখুন যদি আপনি মনে রাখতে চান।
=>কিছু লোক (প্রায় ১২ ভাগ) সাদা কালো স্বপ্ন দেখে যখন অন্যরা (বাকি ৮৮ ভাগ) রঙিন স্বপ্ন দেখে।
=>একজন নরমাল মানুষ এক বছরে ১৪৬০টিরও বেশি স্বপ্ন দেখেন!!
=>জাপানের গবেষকরা আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যা মনের চিন্তাভাবনার চিত্র দেখতে এমনকি স্বপ্নকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে সক্ষম।
=>স্বপ্ন চলতে থাকার সময় যদি আপনি জেগে যান তবে আপনি সারা রাত ঘুমালে স্বপ্ন যেটুকু মনে রাখতে পারতেন তা অপেক্ষা বেশি মনে রাখতে পারবেন।
=>কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না!!
Comments
Post a Comment